Dissertation (Bengalese)
15জাতিসংঘের তথ্য অনুসারে, পৃথিবীতে নয়শ মিলিয়ন মানুষ বিশুদ্ধ খাবার পানি ব্যাবহার করে না। এখন প্রশ্ন হলো সকলের বিশুদ্ধ খাবার পানি না পাওয়াটা কী মানবধিকার পরিপন্থি না? উত্তর হলো ‘হ্যা’। আরো ভাল প্রশ্ন হতে পারে, কিভাবে মানবধিকার পরিপন্থি কাজটি সমাধান করতে পারি? এই সমস্যা সুন্দর ভাবে সমাধান করার অনেকগুলো উপায় আছে।
ডিপ্লম-কাউফম্যান(পি এইস ডি, ছাত্র এবং তার বাবস্থাপনা শেষ করেছেন প্রফেসর ডা গুস্তাভ বার্গম্যান এর অধীনে) একটা উল্লেখযোগ্য কাজ করেছেন ইউনিভার্সিটি অফ সিগেন-এ তার গবেষনার অংশ হিসাবে। এখানে তিনি একটি জিনিস তৈরী করেছেন যা নিজস্ব প্রক্রিয়াতে পানি পরিশোধন করতে পারে। কিন্তু পরে যার নির্ভরযোগ্যতা হ্রাস পায়।
জনাব ক্রাহ তার গবেষনার মাধ্যমে দেখান যে, মানুষের জীবন সুরক্ষিত থাকবে যদি তারা ঐতিহ্যগত এবং নিজস্ব প্রক্রিয়া সম্পর্কে জানে। নতুন সমাধান দ্রুত খুজে বের করা দরকার। নতুন পথের জন্য ভোক্তাদের সঠিক দিকনির্দেশনা প্রয়োজন। ঐতিহ্যগত উপায়, যেমন একটি জিনিস এর প্রচুর উৎপাদন সঠিক নয় কারন প্রত্যেক ভোক্তার চাহিদা ভিন্ন। একটি উপায় বের করতে হবে যা প্রত্যেক ভোক্তার চাহিদার সাথে সম্পর্ক যুক্ত।
একটা গবেষনার মাধ্যমে জনাব ক্রাহ আন্তজাতিক ভাবে একটি উপায় বাছাই করেন। তিনি তার পড়াশুনা স্টকহোল্ম, সুইডেন থেকে গুটিয়ে আরব আমিরাত-এ শিগেন ইউনিভার্সিটিতে চলে আসেন। স্থানীয় ভাবে তিনি মাঠ পর্যায়ে দীর্ঘ মেয়াদে খাবার পানির সহজলভ্যতার উপর পরীক্ষামুলক গবেষনা করেন, কিন্তু তা ময়লা পানি। এটার অংশ হিসাবে, জনাব ক্রাহ এই গবেষনায় একটি আন্তজাতিক গবেষনা দলকে সংযুক্ত করেন। সকল দলগত কাজ এবং সুবিধা-অসুবিধা বিবেচনা করা হয় তাদের গবেষনালব্ধ বিষয়ের উপর। মুক্ত গবেষনা শুধুমাত্র গতিশীল এবং সুন্দর বাবস্থাপনা নয়, এটা গবেষনার প্রক্রিয়াকেও সংক্ষিপ্ত করে। আরো অনেক সমস্যা যার জন্য প্রয়োজন সকল অংশগ্রহনকারীর প্রচুর পরিমানে কাজ, সম্মিলীত কাজ এবং সহযোগীতা যাতে এই উদ্ভাবননী প্রক্রিয়া সফল হয়।
নিজস্ব প্রক্রিয়ায় সুর্যের শক্তি ব্যাবহার করে পানি বিশুদ্ধকরন বিষয়ক গবেষনা সহ ডিস্টিলড পানিকে খাবার উপযোগী করার বিষয়ে গবেষনা করা হয়। এই সকল পদক্ষেপ এবং এর কিছু সমাধান বর্ননা করা হয় “চেয়ার ফর চেমি(ফ্যাকাল্টি ৪)”-এর একটি কর্মশালায়। এখানে আরো একটি গবেষনা বিষয়ে আলোচনা করা হয় যার বিষয় ছিল “উইন্ড রেজিস্টেনস এবং ডিস্টিলারের গতিবিধি”। জনাব ক্রাহ ছিলেন এই ব্যাচেলর গবেষনার সহ-উপদেষ্টা এবং যোগাযোগ মাধ্যম। এর ফলাফল দেয়া হয় FLEX বিজ্ঞান সংস্থার আনুষ্ঠানিক উদ্ভোদনের দিন, যেখানে ছিলেন ডা জ়ুর জ়োহান পিটার সাফার এবং জোহান্স রাম্মেল, পরিবেশ মন্ত্রি, পরিবেশ সংরক্ষন, কৃষি এবং ভোক্তা নিরাপত্তা, স্টেট অব নর্থ-রাহিন ওয়েস্টফালিয়া এবং অন্যান্য অনুষদের অধ্যাপক এবং আরো অন্যান্য অতিথি।
যোগাযোগ:
Universität Siegen
Fakultät III: Wirtschaftswissenschaften, Wirtschaftsinformatik und Wirtschaftsrecht
Lehrstuhl für Innovations- und Kompetenzmanagement
Universitätsprofessor Dr. Gustav Bergmann
Diplom-Kaufmann Eckehard Krah
Raum: H-E 017
Hölderlinstraße 3
57076 Siegen
Germany
Telefon: +49 (0) 160 6695903
E-Mail: eke@ekrah.com/start